চকচকে জেলখানা
এর নাম অফিস,
ঠায় বসে কাজ করে
হয়ে গেছি ফিনিস!
ঘাড় মাথা ঘোড়ালেই
বকা খাই কত!
কথা কম কাজ বেশী
করে যাও এত!
পয়সা দিচ্ছে বলে
মাথা ঘাড় কাত।
একেই কি বলে লোকে
শিক্ষিত জাত?
লেখক পরিচিতিঃ-
সায়ন্তনী ব্যানার্জী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রি। বিজ্ঞাপন ও ডিজিটাল মার্কেটিং পেশায় যুক্ত। কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার। পরিবেশ নিয়ে লিখতে ভালবাসেন।



মন্তব্যসমূহ