অন্যান্য প্রবন্ধ

হিংসা - সায়ন্তনী ব্যানার্জী (স্বরচিত কবিতা)



হিংসা তুমি কি পারো না মানুষকে ভালোবাসতে?

হিংসা, তুমি কেনো বাঁধো বাসা মানুষের মনে?
হিংসুটিরা আঘাত হানে ভালো মানুষের মনে,
রাগের বশে করে ফেলে অনেক অনেক ক্ষতি।
হিংসা, তোমার এ কি ভয়ংকর পরিনতি?

হিংসা, তুমি না, বড্ড ছেলেমানুষ!
তোমায় নিয়ে করছে খেলা কিছু স্বার্থপর মানুষ?
তারা হিংসুটিদের সামনে রেখে হানছে মারণবান
তার আঘাতে যাচ্ছে মারা কিছু ভালো প্রাণ!

হিংসা তুমি কি পারো না মানুষকে ভালোবাসতে?
রাগ বিদ্বেষ সব ভুলে গিয়ে আপন করে নিতে?
স্বার্থপরের দলটাকে তুমি দাও না ছেড়ে এবার?
আমরা সবাই মিলে ভালো মনে বাস করি এবার!


লেখক পরিচিতিঃ- 
সায়ন্তনী ব্যানার্জী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রি। বিজ্ঞাপন ও ডিজিটাল মার্কেটিং পেশায় যুক্ত। কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার। পরিবেশ নিয়ে লিখতে ভালবাসেন। 



মন্তব্যসমূহ

সদস্যতা গ্রহণ করুন

Subscribe

* indicates required