নাছোড়বান্দা কাকের ছা,
ডাকছে খালি “ক্কখা, ক্কখা”।
চাই কি তোর বল না সেটা।
“ক্কখা ক্কখা একটু ক্কখানা”।
“খানা চাই?” এই নে এটা
মুচমুচে এক লঙ্কা ভাজা।
খপাৎ করে গিলেছে বেটা,
জানিস কি ভীষণ ঝাল ওটা?
কি করলি রে এই হতচ্ছাড়া!
চারিদিকে এ কী সাদা সাদা?
কুকীর্তিটা আমার ঘরে
না করলে চলতো না!
লেখক পরিচিতিঃ-
সায়ন্তনী ব্যানার্জী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রি। বিজ্ঞাপন ও ডিজিটাল মার্কেটিং পেশায় যুক্ত। কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার। পরিবেশ নিয়ে লিখতে ভালবাসেন।



মন্তব্যসমূহ