ঘোড়াগুলো উঁচিয়ে আছে ঘাড়,
হাতিগুলো ছাড়ছে হুঙ্কার!
কৃষক যায় বউ-কে নিয়ে হাটে
বাউল ফেরে গান গেয়ে মাঠে ঘাটে
আসছে তেড়ে কুমির-টা,
ওরে কছুয়া পালিয়ে যা!
ছাতার তলায় ব্যাঙ বাবাজি,
দেখ, করছে কত গলাবাজি!
ভয় নেই, এরা কেউ করবে না তোমার অপকার।
সঠিক দামে কিনে নাও তুমি দারুণ উপহার!
হরেক রকম লম্প জ্বেলে
ভাবছো বসে চুপটি করে
কাজের জিনিস বেচেও কেন
দাম পাইনা হায়!
পাশ দিয়ে সব যাচ্ছ চলে
একটু দেখো পিছন ঘুরে
ঘরের কোনে সাজিয়ে রাখার
জিনিসটা কি চাই?
দিদি, বুনছো ঝুড়ি তুমি কত?
সারাদিন দাদা কি বুনেছো এত!
হেথা নিপুন হাতে তুলির টানে,
মাসি কাজ করে যায় আপন মনে,
চারিদিকে ছড়িয়ে রাখো কত রঙিন শিল্প,
দাম দেয় কেউ? বেশী হোক বা অল্প?
ও দাদা, ও দিদিভাইরা কতই তো কেন দামী চুড়ি গয়না
অল্প একটু দাম দিয়ে এদেরটাও নাও না!
লেখক পরিচিতিঃ-
সায়ন্তনী ব্যানার্জী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রি। বিজ্ঞাপন ও ডিজিটাল মার্কেটিং পেশায় যুক্ত। কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার। পরিবেশ নিয়ে লিখতে ভালবাসেন।






মন্তব্যসমূহ